শিরোনাম

ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : ভারতীয় ওমরাহযাত্রীদের বহনকারী একটি বাস সৌদি আরবের পবিত্র শহর মদিনার কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। এতে ৪৫ জন নিহত হয়েছে বলে আজ সোমবার জানিয়েছে ভারতীয় পুলিশ।
রিয়াদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
হায়দরাবাদ শহরের পুলিশ কমিশনার ভি. সি. সাজ্জনার সাংবাদিকদের বলেন, ‘সৌদি আরবে ভারতীয় ওমরাহযাত্রীদের মর্মান্তিক বাস দুর্ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক।’ হায়দরাবাদের অনেক নাগরিক ওই বাসে ছিল বলে জানা গেছে।
তিনি আরও বলেন, ‘প্রাথমিক তথ্যানুযায়ী দুর্ঘটনার সময় বাসটিতে ৪৬ জন যাত্রী ছিল এবং তাদের মধ্যে মাত্র একজন বেঁচে আছেন।’
সৌদি আরবের কর্মকর্তারা এখনো দুর্ঘটনায় নিহতের সংখ্যা প্রকাশ করেনি।
সোমবার সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকবার্তা প্রকাশ করে জানান, ভারতীয় দূতাবাস স্থানীয় সৌদি কর্মকর্তাদের সঙ্গে কাজ করছে।
নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, মদিনায় ভারতীয় নাগরিকদের বহনকারী বাস দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। যেসব পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে, তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি।
তিনি আরো লিখেছেন, রিয়াদে আমাদের দূতাবাস এবং জেদ্দায় কনস্যুলেট সব ধরনের সহায়তা প্রদান করছে।