বাসস
  ১৭ নভেম্বর ২০২৫, ১৬:৪০

মদিনার কাছে হজযাত্রী বাসে দুর্ঘটনা

ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : পবিত্র শহর মদিনার কাছে রাতের বেলায় ভারতীয় হজযাত্রীদের বহনকারী একটি বাসে মর্মান্তিক দুর্ঘটনায় বেশ কিছু সংখ্যক লোকের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

সৌদি আরবে ভারতীয় দূতাবাস ও ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে রিয়াদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সোমবার সৌদি আরবে ভারতীয় দূতাবাস জানিয়েছে, পবিত্র মদিনার কাছে রাতের বেলায় হজযাত্রীদের একটি বাস মর্মান্তিক  দুর্ঘটনার শিকার হয়েছে। 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, এই ঘটনায় বেশ কিছু সংখ্যক লোকের প্রাণহানির আশঙ্কা রয়েছে। 

তবে কর্মকর্তারা এখনো মৃতের সংখ্যা জানাননি।

মোদি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, ‘মদিনায় ভারতীয় নাগরিকদের দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। প্রিয়জন হারানো পরিবারের প্রতি  আমার সমবেদনা জানাই ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।’

তিনি আরো বলেন, রিয়াদে আমাদের দূতাবাস ও জেদ্দায় কনস্যুলেট সম্ভাব্য সকল সহায়তা প্রদান করছে।

হজের সময় সৌদি আরবের পবিত্র স্থানগুলোয় মুসল্লিদের পরিবহন, দীর্ঘ যানজট সৃষ্টি করে ও রাস্তাগুলোতে বিশৃঙ্খলা দেখা দেয়।

২০২৩ সালের মার্চ মাসে, পবিত্র নগরী মক্কায় হজযাত্রীদের বহনকারী একটি বাসের সঙ্গে এক সেতুর ধাক্কা লাগলে বাসটিতে আগুন ধরে যায় এবং এই ঘটনায় ২০ জনের প্রাণহানি ও  বেশ ক’জন আহত হয়।
২০১৯ সালের অক্টোবরে, মদিনার কাছে একটি বাস আরেকটি ভারী যানবাহনের সঙ্গে সংঘর্ষে প্রায় ৩৫ জন বিদেশির প্রাণহানি ও অপর চারজন আহত হয়।