বাসস
  ১৭ নভেম্বর ২০২৫, ১৫:৩৪

সীমান্ত সংঘাত এড়াতে উ. কোরিয়ার সঙ্গে আলোচনার প্রস্তাব দ. কোরিয়ার

ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : সীমান্তে সংঘাত এড়াতে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সম্প্রতি উত্তর কোরিয়ার সেনাদের অনুপ্রবেশের ঘটনাকে কেন্দ্র করে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

দক্ষিণ কোরিয়ার জাতীয় প্রতিরক্ষা নীতির উপমন্ত্রী কিম হং-চোল সোমবার সংবাদ সম্মেলনে বলেন, ‘আকস্মিক সংঘাত ঠেকানোর পাশাপামি সামরিক উত্তেজনা কমাতে দুই পক্ষ যেন আন্তঃকোরীয় সামরিক বৈঠক করে, সে জন্য আমাদের সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে প্রস্তাব করছে।’ 

তিনি আরো বলেন, সেখানে সীমান্তে সামরিক বিভাজন রেখা (এমডিএল) স্পষ্টভাবে নির্ধারণ নিয়ে আলোচনা করা হবে।