শিরোনাম

ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : সরকারি অচলাবস্থা প্রত্যাহারের পর সোমবার থেকে মার্কিন বিমানগুলো স্বাভাবিক সময়সূচিতে ফিরে আসবে বলে জানিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
রোববার সন্ধ্যায় এফএএ জানিয়েছে, বিধিনিষেধ তুলে নেওয়া হবে এবং সোমবার ওয়াশিংটন স্থানীয় সময় সকাল ৬ টা থেকে (১১০০ জিএমটি) সারা দেশে ‘স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হতে পারে’।
মার্কিন ইতিহাসে সবচেয়ে দীর্ঘ ৪৩ দিনের সরকারি অচলাবস্থার সময় কর্মীর অভাবের কারণে হাজার হাজার ফ্লাইট বাতিল করা হয়।
নিয়ন্ত্রণ টাওয়ারের কর্মীদের অভাবের কারণে ৪০টি ব্যস্ততম মার্কিন বিমানবন্দরে দশ শতাংশ অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়। বাজেট অচলাবস্থা দীর্ঘায়িত হওয়ায় তাদের বেতন ছাড়াই কাজ করতে বলা হয়।
বুধবার শাটডাউন শেষ হওয়া সত্ত্বেও সপ্তাহান্তে ফ্লাইটের সংখ্যা তিন শতাংশ কমেছে, যদিও এফএএ জানিয়েছে যে কিছু বিমান সংস্থা বিধিনিষেধ মেনে চলেনি।