বাসস
  ১৭ নভেম্বর ২০২৫, ১৪:০১

মার্কিন বিমানবাহী রণতরী এখন ক্যারিবীয় সাগরে: মার্কিন সামরিক বাহিনী

 ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : মাদকবিরোধী অভিযান জোরদার করার জন্য একটি মার্কিন বিমানবাহী রণতরী এখন ক্যারিবিয়ান সাগরে রয়েছে। মার্কিন সেনাবাহিনী গতকাল রোববার এ তথ্য জানিয়েছে। 

এই পদক্ষেপটি ভেনিজুয়েলা ক্ষুব্ধ হবে বলে মনে করা হচ্ছে। মার্কিন বাহিনী পূর্ব প্রশান্ত মহাসাগরে আরেকটি কথিত মাদকবাহী নৌকায় হামলা চালিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

মাদক পাচার বিরোধী উদ্যোগের অংশ হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যারিবীয় অঞ্চলে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন। তবে জল্পনা চলছে যে ওয়াশিংটন ভেনিজুয়েলার শক্তিশালী নেতা নিকোলাস মাদুরোর বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা করতে পারে।

ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলে আমেরিকান বাহিনীর তত্ত্বাবধানকারী মার্কিন সাউদার্ন কমান্ড (সাউথকম) পূর্বে বলেছে যে ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড স্ট্রাইক ফোর্স ক্যারিবীয় অঞ্চলে প্রবেশ করেছে।

গতকাল রোববার এক বিবৃতিতে তারা জানায় যে, এই স্ট্রাইক ফোর্স  এখন ক্যারিবীয় সাগরে প্রবেশ করেছে এবং মাদক-সন্ত্রাসবাদ মোকাবেলার জন্য  ট্রাম্পের নির্দেশনা অনুযায়ী এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

স্ট্রাইক ফোর্সে রয়েছে সবচেয়ে উন্নত মার্কিন বিমানবাহী রণতরী, দুটি গাইডেড-ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী এবং অন্যান্য সহায়ক জাহাজ এবং বিমান।

এই বাহিনী পূর্বে ক্যারিবীয় সাগরে অবস্থানরত বেশ কিছু যুদ্ধজাহাজের সাথে যোগ দিয়েছে। যাকে ‘অপারেশন সাউদার্ন স্পিয়ার’ নামে অভিহিত করা হয়েছে।

সাউথকম জানিয়েছে, এই অভিযানের অংশ হিসেবে শনিবার পূর্ব প্রশান্ত মহাসাগরে নতুন একটি আক্রমণ চালানো হয়েছে। হামলায় তিনজন সন্দেহভাজন নিহত হয়েছে।

এএফপির প্রকাশিত পরিসংখ্যান অনুসারে জানা গেছে, গত সেপ্টেম্বরে মাদক পাচার বিরোধী সামরিক অভিযান শুরু করার পর থেকে মার্কিন বাহিনী আন্তর্জাতিক জলসীমায় মাদক পরিবহনের অভিযোগে কমপক্ষে ৮৩ জনকে হত্যা করেছে।