শিরোনাম

ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মোতায়েন করা সেনা শিকাগো এবং পোর্টল্যান্ড থেকে শত শত ন্যাশনাল গার্ড সেনা রোববার প্রত্যাহার শুরু করেছে। মার্কিন গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
অবৈধ অভিবাসনের বিরুদ্ধে তার কঠোর পদক্ষেপের অংশ হিসেবে অক্টোবরের গোড়ার দিকে টেক্সাস এবং ক্যালিফোর্নিয়া থেকে ডেমোক্র্যাট-শাসিত দুটি শহরে সামরিক বাহিনী মোতায়েনের নির্দেশ দেন ট্রাম্প। স্থানীয় নেতারা এই পদক্ষেপকে কর্তৃত্ববাদী সীমালঙ্ঘন বলে নিন্দা করেছেন।
নিউ ইয়র্ক টাইমস নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে, রাজ্যের বাইরে থেকে প্রতিটি শহরে পাঠানো ২০০ জন সেনা, যারা আদালতের লড়াইয়ের কারণে কখনও রাস্তায় নামেনি, তারা রোববার থেকে তাদের প্রত্যাহার শুরু করেছে।
উত্তর আমেরিকায় সামরিক অভিযান তত্ত্বাবধানকারী মার্কিন নর্দার্ন কমান্ড শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে যে, তারা পোর্টল্যান্ড, লস অ্যাঞ্জেলেস এবং শিকাগোতে তার ন্যাশনাল গার্ডের অবস্থান স্থানান্তর অথবা সামঞ্জস্য করা হতে পারে। তবে বিস্তারিত তথ্য প্রদান করা হয়নি।
ন্যাশনাল গার্ড সাধারণত রাজ্যের গভর্নরদের অধীনে থাকে এবং প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য জরুরি পরিস্থিতিতে রাজ্যের কাজে মোতায়েন করা হয়।
লস অ্যাঞ্জেলেস, ওয়াশিংটন এবং মেমফিসে সেনা মোতায়েনের পর ট্রাম্প প্রশাসনের অভিবাসন অভিযানের সর্বশেষ উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে পোর্টল্যান্ড এবং শিকাগো।
এই মাসের শুরুতে একজন ফেডারেল বিচারক ট্রাম্প প্রশাসনের পোর্টল্যান্ড সেনা মোতায়েনকে ‘বেআইনি’ বলে রায় দেন এবং এই পদক্ষেপের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। বিচারক বলেন যে মার্কিন সংবিধান ফেডারেল সরকারকে এই ধরনের ক্ষমতা দেয়নি।