শিরোনাম

ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৫ (বাসস): রাশিয়ার সেনাবাহিনী আজ রোববার ইউক্রেনের দক্ষিণাঞ্চলে আরো দুটি গ্রাম দখলে নেওয়ার দাবি করেছে। ওই অঞ্চলে রুশ সৈন্যরা ধীরগতিতে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে অবস্থান শক্ত করছে।
মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে জানিয়েছে, তাদের সেনারা জাপোরিঝঝিয়া অঞ্চলের রিভনোপিল্লিয়া এবং মালা টোকমাচকা গ্রাম দখল করেছে।
যদিও জাপোরিঝঝিয়া ফ্রন্ট পূর্বাঞ্চলের তুলনায় অনেক কম সক্রিয়, তবুও রুশ বাহিনী যারা প্রতিপক্ষের তুলনায় বেশি সজ্জিত ও সংখ্যায় বেশি, তারা উভয় অঞ্চলে অগ্রসর হচ্ছে।
পূর্বাঞ্চলে লড়াইয়ের কেন্দ্রবিন্দু হলো গুরুত্বপূর্ণ লজিস্টিক হাব পোকরোভস্ক নিয়ন্ত্রণে নেওয়া। সাম্প্রতিক সপ্তাহগুলোতে শত শত রুশ সেনা সেখানে প্রবেশ করেছে, যা ইউক্রেনীয় প্রতিরক্ষা দুর্বল করে দিয়েছে।
এদিকে কিয়েভ এবং মস্কোর মধ্যে শান্তি আলোচনা অচলাবস্থায় রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে পরিকল্পিত বুদাপেস্ট শীর্ষ সম্মেলনও অনুষ্ঠিত হয়নি।