বাসস
  ১৬ নভেম্বর ২০২৫, ২১:১৭

লিবিয়া উপকূলে অভিবাসী নৌকাডুবি, নিহত ৪

ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : লিবিয়া রেড ক্রিসেন্ট জানিয়েছে, দেশটির উপকূলে প্রায় ১০০ জন অনিয়মিত অভিবাসী বহনকারী দুটি নৌকা ডুবে চারজনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় বড় ধরনের উদ্ধার অভিযানে অংশ নিয়েছে রেড ক্রিসেন্ট।

ত্রিপোলি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

রেড ক্রিসেন্ট জানিয়েছে, একটি নৌকায় ভ্রমণকারী ২৬ বাংলাদেশির মধ্যে ছিল নিহত ওই চারজন।
অন্য নৌকাটিতে ৬৯ জন অভিবাসী ছিলেন, তাদের মধ্যে দুজন মিশরীয় এবং বাকিরা সুদানি। এদের মধ্যে আটজন শিশু ছিল। তবে ওই নৌকায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে রেড ক্রিসেন্ট জানিয়েছে।

সংস্থাটি জানায়, শুক্রবার রাতে তারা দুটি নৌকা ডুবে যাওয়ার খবর পায়। নৌকাগুলো লিবিয়ার খোমস শহর থেকে যাত্রা করেছিল, যা ত্রিপোলি থেকে প্রায় ১২০ কিলোমিটার পূর্বে অবস্থিত।

সংস্থাটি জানিয়েছে, গত শুক্রবার রাতে ভূমধ্যসাগরে দুটি নৌকা ডুবে যাওয়ার বিষয়ে তারা একটি বার্তা পায়। তারা ত্রিপোলি থেকে ১২০ কিলোমিটার পূর্বে লিবিয়ার খোমস শহর থেকে রওনা হয়েছিল।

শনিবার রাতে রেড ক্রিসেন্ট প্রকাশিত ছবিতে দেখা যায়, খোমসে অভিবাসীদের চিকিৎসা সেবা, পোষাক ও কম্বল দেওয়া হচ্ছে এবং নিহত চারজনের মরদেহ ব্যাগে রাখা হয়েছে।

রেড ক্রিসেন্ট জানিয়েছে, তারা উপকূলরক্ষী এবং বন্দর কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে কাজ করেছে।
প্রতিবছর সমুদ্রপথে হাজারো অভিবাসী ইউরোপে পৌঁছাতে লিবিয়াকে গুরুত্বপূর্ণ ট্রানজিট দেশ হিসেবে ব্যবহার করে।

এর আগে চলতি সপ্তাহে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছিল, লিবিয়া থেকে যাত্রা করা আরেকটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় ৪২ জন নিখোঁজ হয়েছেন এবং তারা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার জানিয়েছে, চলতি বছর ভূমধ্যসাগরীয় অভিবাসন রুট এবং পশ্চিম আফ্রিকার উপকূলে ১ হাজার ৭০০ জনের বেশি মানুষ মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন।

আইওএম-এর ‘মিসিং মাইগ্র্যান্টস’ প্রকল্পের তথ্য অনুযায়ী, ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত ভূমধ্যসাগরে প্রায় ৩৩ হাজার অভিবাসী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন।