শিরোনাম

ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : কলম্বিয়ার দক্ষিণ আমাজন অঞ্চলে মাদক চোরাচালানি একটি সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে চলতি সপ্তাহে দেশটির সামরিক বাহিনী বিমান হামলা চালায়। ওই বিমান হামলায় সাত শিশু নিহত হয়েছে বলে জানা গেছে। শনিবার দেশটির জাতীয় ন্যায়পালের কার্যালয় এ তথ্য জানিয়েছে ।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ন্যায়পাল কার্যালয়ের প্রধান আইরিস মেরিন সাংবাদিকদের বলেন, মাদক পাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য মার্কিন চাপের মুখে থাকা প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর নির্দেশে পরিচালিত অভিযানে সাত নাবালক নিহত হয়েছে। এ আগে তিনি ছয় জন নিহত হয়েছে বলে জানিয়ে ছিলেন। নিহতরা সবাই কিশোর-কিশোরী। পেত্রো মাদক পাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের চাপের মুখে রয়েছেন ।
মঙ্গলবার কলম্বিয়ার সামরিক বাহিনী ঘোষণা করেছে যে, তারা গত ১০ নভেম্বর ভোরে আমাজন অঞ্চলে বিমান হামলা চালিয়েছে। যার ফলে এক প্রাক্তন-ফার্ক বিদ্রোহী গোষ্ঠীর ১৯ সদস্য নিহত হয়েছে।
সেনাবাহিনী জানিয়েছে, বোমা হামলার পর বিদ্রোহীদের হাত থেকে তিন নাবালককে ‘উদ্ধার’ করা হয়েছে।
এছাড়াও, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র শুক্রবার এএফপিকে জানিয়েছে, ভেনিজুয়েলার সীমান্তের কাছে আরাউকা প্রদেশে সেনাবাহিনী নয়জন সন্দেহভাজন গেরিলাকে হত্যা করেছে।
মাদক দমনে নিষ্ক্রিয়তার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনার পর, কোকেন পাচারের সাথে জড়িত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পেত্রোর তীব্র আক্রমণের অংশ হিসেবে এই অভিযানগুলো পরিচালিত হচ্ছে।
শনিবার এক্স-এ এক পোস্টে, পেত্রো আমাজন অভিযানে সামরিক বাহিনীর পদক্ষেপের পক্ষে অবস্থান নিয়েছেন।
বামপন্থী প্রেসিডেন্ট বলেন, ‘প্রতিটি মৃত্যুই দুঃখজনক, বিশেষ করে নাবালকদের। কিন্তু যদি আমি ইভান মর্ডিস্কোর ১৫০ জন সৈন্যকে জঙ্গলের মধ্য দিয়ে এগিয়ে যেতে দিতাম, তাহলে তারা মাত্র কয়েক কিলোমিটার এগিয়ে থাকা ২০ জন তরুণ সৈন্যকে অতর্কিত আক্রমণ করত।’
প্রতিরক্ষা মন্ত্রী পেদ্রো সানচেজ দাবি করেছেন যে, সেনাদের জন্য হুমকির তীব্রতা এবং শঙ্কার কারণে এই অভিযানের নির্দেশ দেওয়া হয়।