বাসস
  ১৬ নভেম্বর ২০২৫, ১২:৪২

যাত্রীদের বাঁচানোর ‘নায়ক’ বৃটিশ ট্রেনকর্মী হাসপাতাল থেকে ছাড়া পেলেন

ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : দুই সপ্তাহ আগে ট্রেনে যাত্রীদের রক্ষা করতে গিয়ে ছুরিকাঘাতের শিকার হওয়া এক বৃটিশ কর্মী শনিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তার সাহসিকতার জন্য তাকে ‘নায়ক’ বলে প্রশংসা করা হচ্ছে।

লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ৪৮ বছর বয়সী সামির জিতুনি (স্যাম) ১ নভেম্বর লন্ডনগামী ট্রেনে হামলার সময় গুরুতর আহত হন। একাধিক আঘাতের কারণে তিনি সংকটজনক অবস্থায় ছিলেন।

শনিবার বৃটিশ ট্রান্সপোর্ট পুলিশের মাধ্যমে দেওয়া বিবৃতিতে তার পরিবার জানায়, ‘সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। স্যামের সাহসী ভূমিকা নিয়ে সবার প্রশংসা আমাদের গভীরভাবে স্পর্শ করেছে।’

তারা আরও বলেন, ‘আমরা তাকে বাড়িতে পেয়ে খুশি। তবে তার পুরোপুরি সুস্থ হবে বেশ সময় লাগবে।’

পূর্ব ইংল্যান্ডে পিটারবরো শহরের কাছে ওই হামলায় জিতুনিসহ ১০ জন আহত হন।

পুলিশ জানিয়েছে, জিতুনি ‘নিঃসন্দেহে বহু মানুষের জীবন বাঁচিয়েছেন।’

পরিবহনমন্ত্রী হেইডি আলেকজান্ডারও তাকে ‘নায়ক’ বলে অভিহিত করেছেন।

ট্রেনের চালকেরও প্রশংসা করা হয়েছে। তিনি জরুরি ভিত্তিতে নিকটবর্তী একটি স্টেশনে ট্রেন থামিয়ে যাত্রীদের বের হওয়ার সুযোগ করে দেন।

ওই ঘটনায়, ৩২ বছর বয়সী অ্যান্থনি উইলিয়ামসের বিরুদ্ধে হত্যাচেষ্টার ১০টি অভিযোগ আনা হয়েছে। আগামী ১ ডিসেম্বর তাকে আদালতে হাজির করা হবে।