শিরোনাম

ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে একটি থানায় জব্দ করা বিস্ফোরক দুর্ঘটনাবশত বিস্ফোরিত হয়ে নয়জন নিহত এবং ৩১ জন আহত হয়েছেন বলে শনিবার পুলিশ জানিয়েছে।
শ্রীনগর থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কয়েকদিন আগেই দিল্লিতে গাড়ি বিস্ফোরণে ১২ জন নিহত হওয়ার ঘটনার পর এ দুর্ঘটনা ঘটল।
ঘটনাটি ঘটে নওগামে। থানায় রাখা বিস্ফোরকগুলো উত্তর ভারতের হরিয়ানার ফরিদাবাদ থেকে এ সপ্তাহের শুরুতে উদ্ধার করা হয়েছিল। দিল্লিতে শক্তিশালী বিস্ফোরণে ১২ জন নিহত হওয়ার কয়েক ঘণ্টা আগে এগুলো উদ্ধার করা হয়।
অঞ্চলের পুলিশ মহাপরিচালক নলিন প্রভাত জানান, বৃহস্পতিবার থেকে উদ্ধারকৃত বিস্ফোরক নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছিল এবং এর অস্থিতিশীল ও সংবেদনশীল প্রকৃতির কারণে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছিল।
তিনি আরও বলেন, ‘তবে দুর্ভাগ্যজনকভাবে শুক্রবার রাত ১১টা ২০ মিনিটের দিকে দুর্ঘটনাবশত বিস্ফোরণ ঘটে।’ এ নিয়ে কোনো জল্পনা-কল্পনা না করার অনুরোধ জানান তিনি।
নিহতদের মধ্যে পুলিশ সদস্য, ফরেনসিক দলের সদস্য, দুইজন অপরাধ বিষয়ক আলোকচিত্রী এবং স্থানীয় প্রশাসনের সদস্য রয়েছেন।