শিরোনাম

ঢাকা, ১৫ নভেম্বর,২০২৫ (বাসস) : বৃটিশ রাজা তৃতীয় চার্লস শুক্রবার ৭৭ বছরে পা রেখেছেন। ক্যান্সার চিকিৎসা চললেও বেশ ব্যস্ততার মধ্যে দিয়েই দিনটি কাটিয়েছেন যেন এখনো কাজ চালিয়ে যেতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ।
লন্ডন থেকে এএফপি এ খবর জানায়।
লন্ডনে তোপধ্বনির মধ্য দিয়ে দিনটিকে আনুষ্ঠানিকভাবে উদযাপন করা হয়। একইদিনে রাজা নিজেই বৃষ্টির মধ্যে দক্ষিণ ওয়েলসে একটি ট্রেন ডিপোর উদ্বোধন করেন।
এরপর, রাজা চার্লস রানি ক্যামিলাকে সঙ্গে নিয়ে অংশ নেন সাইফার্থফা ক্যাসেলের ২০০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে। ঐতিহাসিক এই দুর্গকে ওয়েলসের অন্যতম রত্ন হিসেবে ধরা হয়।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে অজ্ঞাত ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশিত হলেও রাজা চার্লস নিজেকে রাজকীয় দায়িত্ব পালন থেকে বিরত রাখেননি।
এমনকি, তিনি লন্ডনের একটি ক্যান্সার হাসপাতালে গিয়ে রোগীদের সঙ্গেও কথা বলেন এবং ক্যান্সারে আক্রান্ত হওয়ার ‘আঘাত’ নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন।
এর মধ্যে নিয়মিত ব্যস্ততাপূর্ণ রাজদায়িত্ব পালনের পাশাপাশি গত সেপ্টেম্বরে উইন্ডসর ক্যাসেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাঁকজমকপূর্ণ রাষ্ট্রীয় সফরের সময় রাজকীয় দায়িত্ব পালন।
বেশিরভাগ কর্মসূচি যুক্তরাজ্যের মধ্যে হলেও কিছু বিদেশ সফরও করেছেন চার্লস। গত মাসে তিনি ও রানি ক্যামিলা ভ্যাটিকান সফর করেন। সেখানে পোপ লিও চতুর্দশের সঙ্গে ঐতিহাসিক যৌথ প্রার্থনায় অংশ নেন।
রাজপরিবার বিষয়ক লেখক রবার্ট জবসন বলেন, ‘তারা শুধু বলছে তিনি ক্যান্সার নিয়ে বেঁচে আছেন। এর বাইরে কিছু জানা যায় না।’
তিনি আরও বলেন, ‘এর মানে এই নয় যে তিনি রোগমুক্ত হয়েছেন। তবে তিনি দারুণ কাজ করছেন। শতভাগ সুস্থ থাকার প্রত্যাশা করা যায় না।’
চার্লসকে কাজপাগল বলা হয়। দ্রুত কাজে ফিরতে তিনি আগ্রহী ছিলেন বলেও শোনা যায়। তবে কিছু অভ্যাস বদলেছে। আজীবন দুপুরে না খাওয়ার অভ্যাস ভেঙে এখন তিনি মধ্যাহ্নভোজ করেন।
ভ্যাটিকান সফরে বিবিসিকে রানি ক্যামিলা বলেন, চার্লস কাজ ভালোবাসেন। ‘এটাই তাকে চালিয়ে নিয়ে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘অসুস্থ থাকার পর সুস্থ হচ্ছেন। এখন তিনি আরও বেশি কাজ করতে চান। এটাই সমস্যা।’
চার্লসের কাজে ফেরা সহজ হলেও রাজপরিবারের অন্য সদস্যদের সামলানো কঠিন হয়ে উঠেছে। ছোট ছেলে হ্যারির সঙ্গে প্রকাশ্য বিরোধের পর এবার ভাই অ্যান্ড্রুকে ঘিরে বিতর্কে পড়েছেন তিনি।
গত মাসে চার্লস অ্যান্ড্রুর প্রিন্স উপাধি কেড়ে নেন। যুক্তরাষ্ট্রে দণ্ডিত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে অ্যান্ড্রুর সম্পর্ক থাকার কারণেই এ পদক্ষেপ নেওয়া হয়। একই সঙ্গে অ্যান্ড্রুকে জানানো হয়, তিনি আর উইন্ডসরের রাজপ্রাসাদে থাকতে পারবেন না।
চার্লস চিকিৎসা চালিয়ে গেলেও পরিবারের অন্য সদস্যরা সামনে আসছেন। উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম এ মাসে প্রথমবারের মতো ব্রাজিল সফর করেছেন। সেখানে তিনি পরিবেশ রক্ষায় উদ্ভাবনী প্রকল্পকে পুরস্কৃত করতে বার্ষিক আর্থশট পুরস্কার প্রদান করেন। পাঁচটি প্রকল্পকে দেওয়া হয় ১০ লাখ পাউন্ড (১৩ লাখ ডলার)।
বাবার মতোই পরিবেশবাদী উইলিয়াম জানিয়েছেন, তিনি স্ত্রী ক্যাথরিন ও সন্তান জর্জ (১২), শার্লট (১০) এবং লুইস (৭)-কে সময় দিতে চান। তবে, সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার কর্মসূচি পরিবর্তন হয়েছে।’