বাসস
  ১৪ নভেম্বর ২০২৫, ১৩:২৫

পরমাণু সাবমেরিন তৈরির ব্যাপারে সম্মত যুক্তরাষ্ট্র ও দ. কোরিয়া

ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৫ (বাসস): যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ প্রতীক্ষিত নিরাপত্তা ও বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার পর শুক্রবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং জানিয়েছেন, তারা পরমাণু চালিত সাবমেরিন তৈরিতে তাদের মিত্র দেশটির সঙ্গে ‘এগিয়ে যাবে’। 

সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

লি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের অর্থনীতি ও নিরাপত্তার জন্য সবচেয়ে বড় পরিবর্তনশীল বিষয়গুলোর মধ্যে অন্যতম বাণিজ্য, শুল্ক ও নিরাপত্তা সংক্রান্ত দ্বিপক্ষীয় আলোচনাটি চূড়ান্ত হয়েছে।’ 

দুই দেশ পরমাণু চালিত সাবমেরিন তৈরিতে এগিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছে।