বাসস
  ১৪ নভেম্বর ২০২৫, ১১:১২
আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ১৩:৪৮

তাইওয়ান সম্পর্কে জাপানি প্রধানমন্ত্রীর মন্তব্যের জেরে রাষ্ট্রদূতকে তলব চীনের

ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৫ (বাসস): তাইওয়ান সম্পর্কে জাপানের নতুন প্রধানমন্ত্রীর মন্তব্যের জেরে জাপানি রাষ্ট্রদূতকে তলব করেছে চীন।

গত সপ্তাহে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জাপানের সংসদে বলেছেন, তাইওয়ানের ওপর হামলা হলে ‘সম্মিলিত আত্মরক্ষার’ নীতির আওতায় দ্বীপটিকে সমর্থন দিতে সেনা পাঠানোর প্রয়োজন হতে পারে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ে বলেছেন, তাইওয়ানে জরুরি অবস্থা তৈরি হলে, বিশেষ করে যদি সেখানে বলপ্রয়োগ হয় এবং তা জাপানের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তাহলে জাপান আত্মরক্ষার জন্য তার বাহিনী মোতায়েন করতে পারে।

বেইজিং জোর দিয়ে বলেছে, তাইওয়ান তাদের ভূখণ্ডের অংশ এবং প্রয়োজনে বলপ্রয়োগ করে এই স্ব-শাসিত দ্বীপটির নিয়ন্ত্রণ দখলে নিতে হতে পারে।

বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে শুক্রবার প্রকাশিত এক বিবৃতি অনুসারে, উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডং বৃহস্পতিবার চীনে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত কেনজি কানাসুগিকে তলব করেছেন।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘চীন সম্পর্কে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির ভুল মন্তব্যের ‘তীব্র প্রতিবাদ’ করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘যদি কেউ চীনের ঐক্য প্রচেষ্টায় হস্তক্ষেপ করার সাহস করে, তবে চীন অবশ্যই কঠোর প্রতিশোধ নেবে।’

গতকাল বৃহস্পতিবার বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে, তারা তাকাইচির মন্তব্য ‘কোনওভাবেই সহ্য করবে না’।

মুখপাত্র লিন জিয়ান এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, ‘জাপানকে অবিলম্বে তাদের ভুল সংশোধন এবং অযৌক্তিক মন্তব্য প্রত্যাহার করতে হবে।’