শিরোনাম

ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : গিনির শীর্ষ আদালত আগামী মাসে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে জান্তা নেতা মামাদি দৌম্বুয়া প্রার্থিতা অনুমোদন করেছে। সেই সঙ্গে আরো আট জন স্বল্প পরিচিত প্রতিদ্বন্দ্বির প্রার্থিতারও অনুমোদন দিয়েছে।
কোনাক্রি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
২০২১ সালে ক্ষমতা দখলের পর থেকে দৌম্বুয়া পশ্চিম আফ্রিকার দেশটিতে কঠোর হাতে শাসন করেছেন। বেসামরিক নাগরিকদের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার প্রাথমিক প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও, তিনি তা থেকে পিছিয়ে এসেছেন।
২৮ ডিসেম্বরের নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বুধবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট ৫১ জন প্রার্থীর মধ্যে নির্বাচিত নয় জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে।
১৯৫৮ সালে ঘানার পর সাব-সাহারান আফ্রিকার দ্বিতীয় দেশ হিসেবে স্বাধীনতা লাভ করে গিনি, কয়েক দশক ধরে স্বৈরাচারী শাসনের পর দেশটিতে ধারাবাহিক অভ্যুত্থান ঘটে।
নির্বাসিত বিরোধী দলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী সেলু ডালেন ডায়ালোকে নির্বাচন থেকে বাদ দেওয়া হয়েছে।
দৌম্বুয়ার সবচেয়ে পরিচিত প্রতিদ্বন্দ্বী হলেন ফায়া লানসানা মিলিমোনো, যিনি জান্তার বিরুদ্ধে তার তীব্র প্রতিবাদের জন্য পরিচিত।