বাসস
  ১৩ নভেম্বর ২০২৫, ১৫:৪৭

লিবিয়া উপকূলে অভিবাসী নৌকাডুবিতে ৪২ জনের প্রাণহানির আশঙ্কা: জাতিসংঘ

ঢাকা, ১২ নভেম্বর, ২০২৫ (বাসস) : লিবিয়া উপকূলে একটি রাবারের নৌকা ডুবে গেলে ৪২ জন অভিবাসী নিখোঁজ হয়েছে। তাদের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ছয় দিন ভেসে থাকার পর মাত্র সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। জাতিসংঘ বুধবার এ তথ্য জানায়।

জেনেভা থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এক বিবৃতিতে জানায়, দুঃখজনকভাবে, ৪২ জন এখনো নিখোঁজ রয়েছে ও তাদের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তাদের মধ্যে ২৯ জন সুদানের, আটজন সোমালিয়ার, তিনজন ক্যামেরুনের ও দুজন নাইজেরিয়ার নাগরিক।

বিবৃতিতে আরও বলা হয়, উদ্ধার হওয়া সাতজনের মধ্যে সুদানের চারজন, নাইজেরিয়ার দুইজন ও ক্যামেরুনের একজন রয়েছেন।