শিরোনাম

ঢাকা, ১২ নভেম্বর, ২০২৫ (বাসস) : ঘানার রাজধানী আক্রায় সৈন্য নিয়োগের বাছাই কার্যক্রমের সময় আজ বুধবার পদদলিত হয়ে কমপক্ষে ছয়জন নিহত হয়েছে। দেশটির সেনাবাহিনী এ তথ্য জানায়।
আক্রা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
এক বিবৃতিতে জানানো হয়, দুর্ভাগ্যজনক এ ঘটনায় ছয়জন চাকরিপ্রার্থীর প্রাণহানি ঘটেছে এবং আরও অনেকে আহত হয়েছে।
ঘানার সশস্ত্র বাহিনী জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটে আল-ওয়াক স্পোর্টস স্টেডিয়ামের প্রধান ফটক দিয়ে চাকরিপ্রার্থীরা নিরাপত্তা প্রোটোকল ভেঙে ছুটে আসার সময় পদদলনের ঘটনা ঘটে।
স্বাভাবিক সামরিক কার্যক্রমের পাশাপাশি ঘানার সৈন্যদের স্বর্ণ সমৃদ্ধ পশ্চিম আফ্রিকার দেশটিতে খনিতে অবৈধ কার্যক্রম পর্যবেক্ষণের দায়িত্বও দেওয়া হয়।