বাসস
  ১১ নভেম্বর ২০২৫, ২২:৩৩

ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ২৫

ছবি : সংগৃহীত

ঢাকা, ১১ নভেম্বর, ২০২৫ (বাসস) : ফিলিপাইনে ঘূর্ণিঝড় ফাং-ওয়ং-এর প্রভাবে প্লাবিত শত শত গ্রামে পানি কমতে শুরু করেছে এবং আজ মঙ্গলবার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে পৌঁছেছে।

তুগেগারাও সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ঘূর্ণিঝড় ফাং-ওয়ংয়ের কবল থেকে রক্ষা করতে ১৪ লক্ষাধিক মানুষকে তাদের ঘরবাড়ি থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছিল। তবে, বৃষ্টিপাত শুরু হওয়ায় গ্রীষ্মমন্ডলীয় তীব্র ঝড়টি দুর্বল হয়ে পড়ে।

কয়েক দিনের ব্যবধানে ফিলিপাইনে আঘাত হানা দ্বিতীয় বড় ধরনের ঘূর্ণিঝড় ফাং-ওয়ং। এর আগে ঘূর্ণিঝড় ‘কালমায়েগি’ দেশটিতে তাণ্ডব চালায়। এতে অন্তত ২৩২ জন নিহত হয়।

একজন বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র এএফপিকে বলেন, উপকূলীয় ইসাবেলা প্রদেশে ৬ হাজার জনসংখ্যার একটি শহর আজও ত্রাণ সহায়তা থেকে বঞ্চিত রয়েছে। পার্শ্ববর্তী নুয়েভা ভিজকায়া প্রদেশের কিছু অংশও একইভাবে ত্রাণ পায়নি।

মুখপাত্র আরও জানান, নুয়েভা ভিজকায়ায় ভূমিধসের ঘটনায় ১০ বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।