শিরোনাম

ঢাকা, ১১ নভেম্বর, ২০২৫ (বাসস) : ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একজন চিকিৎসককে হত্যার দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তির প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আজ মঙ্গলবার ইরানের বিচার বিভাগ এ তথ্য জানায়।
তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
বিচার বিভাগের অনলাইন পোর্টাল মিজান জানিয়েছে, ড. দাউদি হত্যার কিসাস (প্রতিশোধ) হিসেবে দেওয়া সাজা আজ সকালে কোহগিলুয়েহ ও বয়ের-আহমাদ প্রদেশের রাজধানী ইয়াসুজে জনসমক্ষে কার্যকর করা হয়েছে।
দেশটির বিচার বিভাগ জানিয়েছে, আসামির মানসিক স্বাস্থ্য মূল্যায়নের পর এই রায় দেওয়া হয় এবং সুপ্রিম কোর্ট সাজা বহাল রাখে।
প্রাদেশিক প্রসিকিউটর ওয়াহিদ মুসাভিয়ানকে উদ্ধৃত করে মিজান জানিয়েছে, যারা সমাজ ও জনগণের নিরাপত্তা বিঘ্নিত করতে চায়, এই সাজা বাস্তবায়ন করা তাদের জন্য একটি বার্তা।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ মানবাধিকার সংগঠনগুলোর মতে, চীনের পরে বিশ্বের দ্বিতীয় সর্বাধিক মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশ ইরান।
ইরানে বেশিরভাগ মৃত্যুদণ্ড কারাগারেই কার্যকর করা হয়। তবে, মাঝে মাঝে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাও ঘটে।