বাসস
  ১১ নভেম্বর ২০২৫, ১৫:০৮

দিল্লিতে গাড়ি বিস্ফোরণে জড়িতরা বিচারের সম্মুখীন হবে : প্রতিরক্ষামন্ত্রী

ঢাকা, ১১ নভেম্বর, ২০২৫ (বাসস) : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ মঙ্গলবার বলেছেন, রাজধানীর প্রাণকেন্দ্রে গাড়ি বিস্ফোরণে কমপক্ষে আটজন নিহতের ঘটনায় দায়ীদের বিচারের সম্মুখীন হতে হবে।

নয়াদিল্লি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

গতকাল সোমবার নয়াদিল্লিতে বিস্ফোরণের ঘটনায় ডাকা এক সংবাদ সম্মেলনে রাজনাথ সিং বলেন, দেশের শীর্ষস্থানীয় তদন্ত সংস্থাগুলো এ ঘটনার দ্রুত ও পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছে। তদন্তের ফল শীঘ্রই জনসমক্ষে প্রকাশ করা হবে।

তিনি আরো বলেন, আমি দেশবাসীকে দৃঢ়ভাবে আশ্বস্ত করতে চাই যে— মর্মান্তিক এই ঘটনার জন্য দায়ীদের বিচারের আওতায় আনা হবে এবং কোনোভাবেই তাদের ছাড় দেওয়া হবে না।