শিরোনাম

ঢাকা, ১০ নভেম্বর, ২০২৫ (বাসস) : নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের চাদ হ্রদের এলাকায় বিবাদমান জিহাদি গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষে প্রায় ২০০ জন নিহত হয়েছে বলে গোয়েন্দা সূত্র, স্থানীয় মিলিশিয়া ও জিহাদি গোষ্ঠীর সদস্যদের বরাত দিয়ে এএফপি জানিয়েছে।
নাইজেরিয়ার কানো থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
রোববার চাদ হ্রদের তীরবর্তী দোগন চিকু এলাকায় বোকো হারাম এবং প্রতিদ্বন্দ্বী ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডব্লিউএপি) গোষ্ঠীর মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়। দুই গোষ্ঠীর আদর্শগত মতভেদের জেরে শুরু হওয়া এই সংঘর্ষ মূলত এলাকার আধিপত্য নিয়ে।
নাইজেরিয়ার সেনাবাহিনীকে সহায়তা করা এক মিলিশিয়া সদস্য স্থানীয় বাবাকুরা কোলা, তিনি এএফপিকে বলেন, ‘আমাদের কাছে পাওয়া তথ্য অনুযায়ী, প্রায় ২০০ জন বোকো হারাম যোদ্ধা এই যুদ্ধে নিহত হয়েছে।’
অন্যদিকে, সহিংসতা ছেড়ে দেয়া ও জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণে থাকা এক সাবেক বোকো হারাম সদস্য জানান, ‘এই সংঘর্ষে প্রায় ২০০ জন আইএসডব্লিউএপি যোদ্ধাও নিহত হয়েছে’ এবং তাদের বহু অস্ত্রও জব্দ করা হয়েছে। সাদিকু নামের ওই লোকটি আরো জানান- বোকো হারামের মাত্র চারজন এতে প্রাণ হারিয়েছে। তিনি বলেন, ‘দুই গোষ্ঠীর মধ্যে এটি সম্ভবত সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ। সাদিকু বর্তমানে বসবাস করেন নাইজেরিয়ার জিহাদি সহিংসতার কেন্দ্রস্থল হিসেবে পরিচিত বর্নো রাজ্যের রাজধানী মাইদুগুরিতে।
এক নাইজেরীয় গোয়েন্দা কর্মকর্তা জানান, তারা সংঘর্ষ-পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং ধারণা করছেন, ‘এই সংঘর্ষে ১৫০ জনেরও বেশি নিহত হয়েছে।’
উল্লেখ্য, ২০১৬ সালে আদর্শগত বিভেদের কারণে আইএসডব্লিউএপি ও বোকো হারামের মধ্যে বিভাজন ঘটে। তারপর থেকেই তারা ওই অঞ্চলের দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত রয়েছে।