বাসস
  ১০ নভেম্বর ২০২৫, ২০:০৫
আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ২০:০৮

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১

ঢাকা, ১০ নভেম্বর, ২০২৫ (বাসস) : লেবাননের দক্ষিণাঞ্চলে একটি প্রধান সড়কে ইসরাইলি হামলায় আজ সোমবার একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরাইল তার উত্তর প্রতিবেশী লেবাননের ওপর হামলা জোরদার করেছে।

বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সপ্তাহান্তে ইসরাইলি হামলায় লেবাননে আরও পাঁচজন নিহত হয়েছেন। ইসরাইলের অভিযোগ, ইরান-সমর্থিত প্রতিপক্ষ হিজবুল্লাহ পুনরায় অস্ত্র সংগ্রহ করছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ‘দক্ষিণাঞ্চলীয় বাইসারিয়েহ এলাকায় সড়কে একটি গাড়িতে ইসরাইলি হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন।’

এএফপির একজন সাংবাদিক সাইদোন ও টাইর শহরের সংযোগকারী সড়কে একটি বিধ্বস্ত গাড়ি দেখতে পান, যেখানে উদ্ধারকর্মীরা মৃতদেহ উদ্ধার করতে কাজ করছিলেন এবং যানজট সৃষ্টি হয়েছিল।