বাসস
  ০৯ নভেম্বর ২০২৫, ১৮:৪৩

ফিলিপাইনে সুপার টাইফুনের আঘাতের আগে ১০ লাখ মানুষকে স্থানান্তর

ছবি : সংগৃহীত

ঢাকা, ৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : ফিলিপাইনের পূর্ব উপকূলে সুপার টাইফুন ফাং-ওয়ং আঘাত হানার আগে আজ দেশজুড়ে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ১০ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং অন্তত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ম্যানিলা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

আবহাওয়া পূর্বাভাসকারী চারমাগনে ভারিলা এএফপিকে জানান, দেশটিতে একটি ঘূর্ণিঝড় আঘাত হানার কয়েকদিনের ব্যবধানে এই সুপার টাইফুন আজ অরোরা প্রদেশে রাত ৮টা থেকে ১১টার মধ্যে আঘাত হানতে পারে।

এই ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রায় পুরো ফিলিপাইনে ঝড়ো বাতাস এবং ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। গত সপ্তাহে টাইফুন কালমায়েগির প্রভাবে ২২০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিল।

কালমায়েগির কারণে ক্ষতিগ্রস্ত সামার প্রদেশে আজ রোববার টাইফুন ফাং-ওয়ং-এর প্রভাবে একজন নারী নিহত হয়েছে।

সামার প্রদেশের ক্যাটবালোগান সিটির উদ্ধারকারী জুনিয়েল তাগারিনো বলেন, ৬৪ বছর বয়সি এক নারী গতকাল শনিবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের জন্য অন্যত্র যাচ্ছিলেন। তবে, কোনো কারণে তিনি আবারও বাড়ি ফিরে গেলে কয়েক ঘণ্টা পর তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। ধ্বংসস্তূপ ও ভেঙে পড়া গাছ সরিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।