বাসস
  ০৯ নভেম্বর ২০২৫, ১৩:৪৫

চিপসে ব্যবহৃত কিছু উপকরণের মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি নিষেধাজ্ঞা স্থগিত করলো চীন

ঢাকা, ৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : চীনের সেমিকন্ডাক্টর তৈরির জন্য প্রয়োজনীয় কিছু গুরুত্বপূর্ণ উপাদানের মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করেছে। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় রোববার এ কথা জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গ্যালিয়াম, অ্যান্টিমনি ও জার্মেনিয়ামের সঙ্গে যুক্ত দ্বৈত-ব্যবহারের পণ্য রপ্তানির ওপর নিষেধাজ্ঞা  ২০২৬ সালের ২৭ নভেম্বর পর্যন্ত স্থগিত থাকবে।