বাসস
  ০৫ নভেম্বর ২০২৫, ১৪:০১

ট্রাম্পকে পরাজিত করার পথ দেখিয়েছে নিউইয়র্ক : মামদানি

ঢাকা, ৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : নিউইয়র্কের নব-নির্বাচিত মেয়র জোহরান মামদানি মঙ্গলবার বলেছেন, তার সুস্পষ্ট বিজয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘হারানোর’ পথ দেখিয়ে দিয়েছে।

নিউইয়র্ক থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, এই তরুণ মুসলিম নেতার গণতান্ত্রিক সমাজতন্ত্রী নীতির কড়া সমালোচক ছিলেন ট্রাম্প।

সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া এক বিজয় ভাষণে মামদানি বলেন, ‘যদি কেউ দেখাতে পারে যে কীভাবে ট্রাম্পের হাতে প্রতারণার শিকার হওয়া একটি জাতিকে মুক্ত করা যায়, তবে সেটা সেই শহরই দেখাবে, যেখান থেকে ট্রাম্পের উত্থান।’

তিনি আরও বলেন, ‘এই রাজনৈতিক অন্ধকারের সময়ে নিউইয়র্কই হবে আলোর উৎস।’