বাসস
  ০৪ নভেম্বর ২০২৫, ২১:৪২

২০২৪ সালে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ২.৩ শতাংশ বেড়েছে : জাতিসংঘ

ঢাকা, ৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : জাতিসংঘের নতুন তথ্যানুযায়ী, ২০২৪ সালে বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণ রেকর্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে, যা ২০২৩ সালের তুলনায় ২ দশমিক ৩ শতাংশ বেশি। এই বৃদ্ধির জন্য ভারত, চীন, রাশিয়া ও ইন্দোনেশিয়া বেশি  দায়ী বলে উল্লেখ করা হয়েছে।

প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) তাদের বার্ষিক ‘এমিশনস গ্যাপ’ প্রতিবেদনে জানিয়েছে, এই বৃদ্ধির হার সাম্প্রতিক বছরের তুলনায়  ‘উচ্চ’ এবং শূন্য দশকে যেভাবে নিঃসরণ বেড়েছিল, তার সঙ্গে তুলনীয়।