শিরোনাম

ঢাকা, ৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় আজ জানিয়েছে, দেশটির উত্তরাঞ্চলে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে পৌঁছেছে এবং প্রায় ১ হাজার জন আহত হয়েছে। সেইসঙ্গে উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
খুলম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
গত সোমবার রাতে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পে বলখ ও সামাঙ্গন প্রদেশ কেঁপে ওঠে।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের বেশিরভাগের অবস্থা গুরুতর নয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান বলেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর উল্লেখযোগ্য প্রচেষ্টা এবং দ্রুত প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান সমাপ্ত হয়েছে।