বাসস
  ০৪ নভেম্বর ২০২৫, ২১:১৪

জার্মানিতে এক বিলিয়ন ইউরোর ‘এআই সেন্টার’ স্থাপন করবে এনভিডিয়া ও ডয়েচে টেলিকম

ঢাকা, ৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া ও জার্মানির ডয়েচে টেলিকম যৌথভাবে ইউরোপের শিল্পক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। তারা জার্মানিতে ১০০ কোটি ইউরো (প্রায় ১.১ বিলিয়ন ডলার) বিনিয়োগ করে শিল্পখাতকেন্দ্রিক একটি ‘এআই ক্লাউড সেন্টার’ স্থাপনের পরিকল্পনা করেছে।

আজ মঙ্গলবার বার্লিনে প্রকল্পটি উদ্বোধনের সময় কেন্দ্রটিকে ‘নিরাপদ ও সার্বভৌম’ অবকাঠামো হিসেবে ঘোষণা দেওয়া হয়।

বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। 

ডয়েচে টেলিকম জানায়, এই কেন্দ্রটিকে একটি এআই ফ্যাক্টরি হিসেবে গড়ে তোলা হবে। এর মাধ্যমে জার্মানি ও ইউরোপের বিভিন্ন কোম্পানি একটি সুরক্ষিত অবকাঠামো ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে কাজ করতে পারবে। বিশেষ করে উৎপাদন শিল্প, ডিজাইন থেকে শুরু করে রোবটিকস পর্যন্ত সব ক্ষেত্রে এআই মডেল তৈরি, প্রশিক্ষণ এবং ব্যবহারের সুযোগ থাকবে।

জার্মানির মিউনিখ শহরে স্থাপিত এই কেন্দ্রটি ২০২৬ সালের প্রথমদিকে পুরোদমে চালু হওয়ার কথা রয়েছে। এটি এনভিডিয়ার সহস্রাধিক উন্নত এআই চিপের মাধ্যমে পরিচালিত হবে।

এই প্রকল্পে ভৌত অবকাঠামো সরবরাহ করবে জার্মানির সবচেয়ে বড় টেলিযোগাযোগ অপারেটর ডয়চে টেলিকম। তাছাড়া প্রয়োজনীয় সফটওয়্যার প্ল্যাটফর্ম এবং এআই প্রযুক্তি সরবরাহ করবে আরেক জার্মান সংস্থা এসএপি (সিস্টেমস অ্যাপ্লিকেশনস অ্যান্ড প্রোডাক্টস ইন ডাটা প্রসেসিং)।

কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে যুক্তরাষ্ট্র ও চীনের চেয়ে ইউরোপ কিছুটা পিছিয়ে রয়েছে। সেই ব্যবধান কমানোর লক্ষ্যে এই বিনিয়োগকে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এ ছাড়া ইউরোপে তথ্যের সুরক্ষা নিয়ে প্রতিনিয়তই উদ্বেগ বাড়ছে। ইউরোপীয় নাগরিকদের তথ্য যেন মার্কিন টেক জায়ান্টদের হাতে না গিয়ে নিজ দেশেই সুরক্ষিত থাকে, তা নিশ্চিত করা এই প্রকল্পের অন্যতম প্রধান লক্ষ্য।