বাসস
  ০৪ নভেম্বর ২০২৫, ১৭:০১

সুদানে সহিংসতা বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

ঢাকা, ৪ নভেম্বর, ২০২৫ (বাসস): জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস মঙ্গলবার সুদানের চলমান সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন। 

তিনি সতর্ক করে বলেছেন, দেশটির সংকট দ্রুত অবনতির দিকে যাচ্ছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

দোহায় অনুষ্ঠিত বিশ্ব সামাজিক উন্নয়ন বিষয়ক দ্বিতীয় সম্মেলনের ফাঁকে গুতেরেস সাংবাদিকদের বলেন, যুদ্ধরত পক্ষগুলোকে আলোচনার টেবিলে আসতে হবে এবং এখনই এই সহিংসতার দুঃস্বপ্নের অবসান ঘটাতে হবে ।’

তিনি সতর্ক করে বলেন, ‘সুদানে ভয়াবহ সংকট নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।’