শিরোনাম

ঢাকা, ৩ নভেম্বর, ২০২৫ (বাসস): হামাস-শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইল সোমবার গাজায় ৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে। এ নিয়ে যুদ্ধবিরতির চুক্তির আওতায় ফেরত দেওয়া মোট মরদেহের সংখ্যা দাঁড়িয়েছে ২৭০ জনে ।
গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় সম্পাদিত যুদ্ধবিরতির চুক্তির আওতায় ইসরাইল তাদের প্রতিটি মরদেহের বিপরীতে ১৫ জন ফিলিস্তিনির মরদেহ ফেরত দেওয়ার কথা রয়েছে।
ইসরাইল সোমবার নিশ্চিত করেছে, আগের দিন হামাসের ফেরত দেওয়া তিনজন জিম্মির মরদেহ শনাক্ত করা হয়েছে। তারা হলেন- ক্যাপ্টেন ওমর নিউট্রা, কর্পোরাল ওজ ড্যানিয়েল এবং কর্নেল আসাফ হামামি। তারা ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের হামলার সময় আটক হয়েছিলেন।