বাসস
  ০৩ নভেম্বর ২০২৫, ১৯:১২

স্পেনে বন্যাদুর্গত অঞ্চলের নেতার পদত্যাগের ঘোষণা

ঢাকা, ৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : স্পেনের ভ্যালেন্সিয়া অঞ্চলে কঠোর সমালোচনার শিকার নেতা আজ সোমবার বলেছেন, তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। বহু বছরের মধ্যে অঞ্চলটি গত বছর বড় ধরনের বন্যার কবলে পড়ে। বন্যা নিয়ন্ত্রণে অদক্ষতার অভিযোগ ওঠার পর তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।

ভ্যালেন্সিয়া থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

টেলিভিশনে দেওয়া এক ভাষণে কার্লোস ম্যাজন বলেন, বাস্তবতা হলো—আজ আমি সমালোচনা, বিশৃঙ্খলা, ঘৃণার শিকার। এটা আমি আর মেনে নিতে পারছি না।