শিরোনাম

ঢাকা, ৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : আফগানিস্তানের উত্তরাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। ভূমিকম্পে প্রায় ৩২০ জন আহত হয়েছে বলে জানা গেছে।
দেশটির উত্তরাঞ্চলে গত রাতে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। আজ সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান সাংবাদিকদের সাথে শেয়ার করা একটি ভিডিও বার্তায় বলেন, বালখ ও সামাঙ্গান প্রদেশের প্রায় ৩২০ জন বাসিন্দা আহত এবং ২০ জনেরও বেশি নিহত হয়েছেন। তিনি বলেন, এটি একটি প্রাথমিক হিসাব।