শিরোনাম

ঢাকা, ২ নভেম্বর, ২০২৫ (বাসস) : পূর্ব ইংল্যান্ডে একটি ট্রেনে ছুরিকাঘাতের ঘটনায় দুই ব্রিটিশ নাগরিককে আটক করেছে যুক্তরাজ্যের পুলিশ। তবে, এ ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদী সম্পৃক্ততা নেই বলে আজ জানিয়েছে পুলিশ।
হান্টিংডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের সুপারিনটেনডেন্ট জন লাভলেস সাংবাদিকদের জানান, আটককৃতদের একজন ৩২ বছর বয়সি কৃষ্ণাঙ্গ ব্রিটিশ নাগরিক এবং অন্যজন ৩৫ বছর বয়সি ক্যারিবীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক।
তিনি বলেন, ‘এই মুহূর্তে এমন কোনো তথ্য নেই যা ইঙ্গিত করে যে, এটি একটি সন্ত্রাসী হামলা।’