বাসস
  ০১ নভেম্বর ২০২৫, ১৪:২৭

সি’র সঙ্গে আলোচনা সম্পর্কের ক্ষেত্রে ‘টার্নিং পয়েন্ট’: কানাডার প্রধানমন্ত্রী

ঢাকা, ১ নভেম্বর, ২০২৫ (বাসস) : কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি শনিবার চীনা নেতা সি চিনপিংয়ের সঙ্গে আলোচনাকে সম্পর্কের ক্ষেত্রে ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে অভিহিত করেছেন।

তিনি জানান, বেইজিংয়ের সঙ্গে তিনি বিদেশী হস্তক্ষেপের মতো জটিল বিষয়গুলো উত্থাপন করেছেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।

কার্নি দক্ষিণ কোরিয়ার গিয়ংজু শহরে সাংবাদিকদের বলেন, ‘বর্তমান সমস্যাগুলো সমাধানের জন্য আমরা এখন একটি পথ খুলে দিয়েছি।’

তিনি আরো বলেন, ‘আমাদের সামগ্রিক আলোচনা ছিল গঠনমূলক।’