শিরোনাম

ঢাকা, ১ নভেম্বর, ২০২৫ (বাসস) : জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গত শুক্রবার একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে, যেখানে বিতর্কিত পশ্চিম সাহারা অঞ্চলের জন্য মরক্কোর স্বায়ত্তশাসন পরিকল্পনাকে "সবচেয়ে সম্ভাব্য" সমাধান হিসেবে সমর্থন জানানো হয়েছে। এর ফলে মরক্কোর রাজধানী রাবাতে আনন্দ-উল্লাস দেখা গেলেও, আলজেরিয়া এতে ক্ষুব্ধ হয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
পশ্চিম সাহারা একটি বিস্তীর্ণ খনিজসম্পদে সমৃদ্ধ সাবেক স্প্যানিশ উপনিবেশ, যা মূলত মরক্কোর নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু কয়েক দশক ধরে আলজেরিয়া-সমর্থিত স্বাধীনতাপন্থী পোলিসারিও ফ্রন্ট এই অঞ্চলের দাবিদার।
নিরাপত্তা পরিষদ পূর্বে মরক্কো, পলিসারিও ফ্রন্ট, আলজেরিয়া এবং মৌরিতানিয়াকে একটি বিস্তৃত চুক্তিতে পৌঁছানোর জন্য পুনরায় আলোচনায় বসার আহ্বান জানিয়েছিল।
তবে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের উদ্যোগে, পরিষদ তাদের অবস্থান পরিবর্তন করে ২০০৭ সালে রাবাতের উপস্থাপিত এক পরিকল্পনাকে সমর্থন জানায়, যার অধীনে পশ্চিম সাহারা মরক্কোর একক সার্বভৌমত্বের আওতায় স্বায়ত্তশাসন উপভোগ করবে।
প্রস্তাবটি ১১-০ ভোটে গৃহীত হয়েছে। তিনটি দেশ ভোটদানে বিরত থাকে এবং আলজেরিয়া অংশ নিতে অস্বীকার করে। প্রস্তাবে বলা হয়েছে, যে মরক্কোর সার্বভৌমত্বের অধীনে পশ্চিম সাহারার স্বায়ত্তশাসন এই ৫০ বছর পুরনো সংঘাতের সমাধানের জন্য ভবিষ্যৎ আলোচনার ভিত্তি হতে পারে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবে বলা হয়েছে, ‘মরোক্কোর সার্বভৌমত্বের অধীনে প্রকৃত স্বায়ত্তশাসন সবচেয়ে সম্ভাব্য সমাধান হতে পারে।’
মরক্কোর রাজা মোহাম্মদ ষষ্ঠ এই ভোটকে ‘ঐতিহাসিক’ বলে প্রশংসা করেছেন এবং বলেছেন, ‘আমরা সাহারার মরক্কীয় পরিচয়কে সংরক্ষণের প্রক্রিয়ায় একটি নতুন ও বিজয়ী অধ্যায়ের সূচনা করছি।’