বাসস
  ৩১ অক্টোবর ২০২৫, ১৮:৫৪

তানজানিয়ায় নির্বাচন ঘিরে বিক্ষোভে ‘প্রায় ৭০০ জন নিহত’: বিরোধী দল

ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৫ (বাসস) : তানজানিয়ায় নির্বাচনকে কেন্দ্র করে তিন দিনের বিক্ষোভে প্রায় ৭০০ জন নিহত হয়েছেন বলে শুক্রবার এএফপিকে জানিয়েছে দেশটির প্রধান বিরোধী দল চাদেমা।

নাইরোবি থেকে এএফপি জানায়, শুক্রবার দেশটির অর্থনৈতিক রাজধানী দারুস সালামের কেন্দ্রস্থলে বিক্ষোভকারীরা মিছিল করেন। সেখানে চাদেমার মুখপাত্র জন কিটোকা বলেন, নিহতের সংখ্যা দারুস সালামে ৩৫০ জন ও মওয়ানজায় ২শ’রও বেশি। দেশের অন্যান্য জায়গার হিসেব করলে মৃতের সংখ্যা প্রায় ৭০০।’

একটি নিরাপত্তা সূত্র এএফপিকে জানায়, তারা একই সংখ্যার নিহতের খবর শুনেছে এবং এই তথ্য তানজানিয়ার সেনাবাহিনীর মধ্যেও ছড়িয়ে পড়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, তারা অন্তত ১০০ জন নিহত হওয়ার তথ্য পেয়েছে।

কিটোকা জানিয়েছেন, চাদেমার পক্ষ থেকে যে মৃত্যুর সংখ্যা প্রকাশ করা হয়েছে, তা দলের সদস্যদের একটি নেটওয়ার্কের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। যারা হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র গিয়ে ‘মরদেহ গণনা’ করেছে।

এএফপি একাধিক হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র কথা বলতে যোগাযোগ করলে তারা ভয়ে কথা বলেনি।

কিটোকা বলেন, ‘সরকারের প্রতি আমাদেরবার্তা হলো- আমাদের বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করুন। পুলিশি নির্যাতন বন্ধ করুন। জনগণের ইচ্ছার প্রতি সম্মান দেখান। এটাই হলো নির্বাচনী ন্যায়বিচার।’

তিনি আরও বলেন, ‘আসলে কোনো নির্বাচনই হয়নি। আমাদের একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজন, যা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ সুগম করবে।’