বাসস
  ৩১ অক্টোবর ২০২৫, ১৮:৪৮

জাপানের নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে সি চিনপিংয়ের প্রথম বৈঠক

ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৫ (বাসস): জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ও চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের মধ্যে প্রথমবারের মতো বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এপেক সম্মেলনের ফাঁকে শুক্রবার বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে নিশ্চিত করেছে চীনা ও জাপানি গণমাধ্যম।

দক্ষিণ কোরিয়া থেকে এএফপি জানায়, তাকাইচিকে চীনবিরোধী নেতা হিসেবে দেখা হয়। তবে সাম্প্রতিক সময়ে তিনি তার আগের অবস্থান থেকে কিছুটা সরে এসেছেন।