শিরোনাম

ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৫ (বাসস) : বিরোধীরা ৩০ নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ‘নির্বাচনী অভ্যুত্থানের’ ষড়যন্ত্র করছে বলে বৃহস্পতিবার অভিযোগ তুলেছেন হন্ডুরাসের বামপন্থী প্রেসিডেন্ট জিওমারা কাস্ত্রো। তার এ অভিযোগে দেশটির নির্বাচন নিয়ে উত্তেজনা আরো বেড়ে গেছে।
তেগুসিগালপা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
অ্যাটর্নি জেনারেল জোহেল জেলায়া গত বুধবার একটি অডিও প্রকাশ করেছেন। তাতে শোনা যায়, বিরোধীদলের একজন সদস্য সশস্ত্র বাহিনীর অজ্ঞাত একজন সদস্যের সঙ্গে ক্ষমতাসীন লিব্রে পার্টির বিরুদ্ধে পপুলার ভোট পরিবর্তনের পরিকল্পনা করছেন।
রেকর্ডিংয়ে দাবি করা হয়েছে, বিরোধীরা জিওমারা কাস্ত্রোর বামপন্থী লিব্রে পার্টির পুনর্নির্বাচনের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্র করছে।
ক্যাস্ত্রো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, এই অপরাধমূলক ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানাই। সশস্ত্র বাহিনীকে যেকোনো সামরিক সদস্যের সক্রিয় অংশগ্রহণের তাৎক্ষণিক তদন্ত করার আহ্বান জানিয়েছেন তিনি।
ক্যাস্ত্রোর এই দাবি মধ্য আমেরিকার দেশটিতে ইতোমধ্যের উত্তেজনাপূর্ণ নির্বাচনী প্রচারণাকে আরো উস্কে দিয়েছে।