শিরোনাম

ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাশিয়া আজ বৃহস্পতিবার জানিয়েছে, তাদের সাম্প্রতিক অস্ত্র পরীক্ষাগুলো পারমাণবিক ছিল না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু পরীক্ষার নির্দেশ দেওয়ার পর দেশটি এ তথ্য জানালো।
মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়ার দু’টি পারমাণবিক অস্ত্র পরীক্ষার কথা উল্লেখ করে বলেন, এটিকে কোনোভাবেই পারমাণবিক পরীক্ষা হিসেবে ব্যাখ্যা করা যাবে না।