বাসস
  ৩০ অক্টোবর ২০২৫, ১৮:০৪

এল-ফাশার হাসপাতালে হামলায় ৪৬০ জনেরও বেশি মানুষ নিহত : ডব্লিউএইচও ‘উদ্বিগ্ন’

ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৫ (বাসস) : বিশ্ব স্বাস্থ্য সংস্থা বুধবার জানিয়েছে, সুদানের এল-ফাশার শহরের একটি হাসপাতালে হামলায় ৪৬০ জনেরও বেশি মানুষের মৃত্যুর খবরে সংস্থা ‘উদ্বিগ্ন’। সম্প্রতি আধাসামরিক বাহিনী এই হাসপাতালের নিয়ন্ত্রণ নিয়েছে। 

জেনেভা থেকে এএফপি এ খবর জানায়।

জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস এক্সে এক পোস্টে বলেছেন, ‘সাম্প্রতিক হামলা এবং স্বাস্থ্যকর্মীদের অপহরণের পর সুদানের এল-ফাশারে সৌদি প্রসূতি হাসপাতালে ৪৬০ জনেরও বেশি রোগী এবং সহকর্মীদের মর্মান্তিক হত্যার খবরে ডব্লিউএইচও হতবাক এবং গভীরভাবে মর্মাহত’।