বাসস
  ৩০ অক্টোবর ২০২৫, ১০:২০

দক্ষিণ কোরিয়ায় পৌঁছলেন চীনের প্রেসিডেন্ট সি: রাষ্ট্রীয় সংবাদমাধ্যম

ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৫ (বাসস): চীনের প্রেসিডেন্ট সি চিনপিং বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছেন। সেখানে তিনি মার্কিন  ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সূত্রে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

চীনের সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, স্থানীয় সময় ৩০ অক্টোবর সকালে প্রেসিডেন্ট সি চিন পিং একটি বিশেষ বিমানে দক্ষিণ কোরিয়ায় পৌঁছান, সেখানে তিনি এপেক নেতাদের ৩২তম অনানুষ্ঠানিক বৈঠকে অংশগ্রহণ করবেন। তিনি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং এর আমন্ত্রণে রাষ্ট্রীয় সফর করছেন।