শিরোনাম

ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৫ (বাসস): ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আজ সুদানের আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর বর্বরতার নিন্দা জানিয়েছে। আরএসএফ সম্প্রতি আল-ফাশের দখল করেছে।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
সুদানের কর্দোফানে ব্যাপক সহিংসতা ও পাঁচজন রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবককে হত্যার খবর প্রকাশ হওয়ার পর ইউরোপীয় ইউনিয়ন এই বিবৃতি দিল।
ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস এক বিবৃতিতে বলেন, জাতিগত পরিচয়ের ভিত্তিতে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা আরএসএফ’র বর্বরতার জলজ্যান্ত প্রমাণ।
ইইউ’র সংকট ব্যবস্থাপনা কমিশনার হাদজা লাহবিব সহ-স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, নিয়ন্ত্রণাধীন এলাকার বেসামরিক নাগরিকদের সুরক্ষার দায়িত্ব র্যাপিড সাপোর্ট ফোর্সেস-এর ওপর বর্তায়। সহায়তা কর্মী, স্থানীয় প্রতিক্রিয়াশীল এবং সাংবাদিকদের নিরাপত্তা দেওয়ার দায়িত্বও তাদের।