বাসস
  ২৯ অক্টোবর ২০২৫, ২০:৩৮

ফিলিস্তিনে ইসরাইলি হামলায় নিহত ৫০

ছবি : সংগৃহীত

ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা আজ বুধবার জানিয়েছে, ফিলিস্তিনি ভূখণ্ডে গতকাল রাতভর বিমান হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। ইসরাইলি সেনাবাহিনীর একজন সৈনিক নিহতের জেরে তারা একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানলে বিপুল সংখ্যক ফিলিস্তিনির প্রাণহানি ঘটে।

গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল ইসরাইলি হামলাকে যুদ্ধবিরতি চুক্তির স্বচ্ছ ও সুস্পষ্ট লঙ্ঘন আখ্যায়িত করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়া সফরের সময় জোর দিয়ে বলেছিলেন, তার মধ্যস্থতায় চালু হওয়া যুদ্ধবিরতি কোনোভাবেই বিঘ্নিত করা যাবে না।

হামাসের অধীনে উদ্ধারকারী বাহিনী হিসেবে কাজ করা বেসামরিক প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, নিহতদের মধ্যে ২২ জন শিশু, নারী ও বৃদ্ধ রয়েছে। এছাড়া, প্রায় ২০০ জন আহত হয়েছে।

বাসাল এএফপিকে বলেন, ইসরাইলি হামলায় বাস্তুচ্যুত মানুষের তাঁবু, বাড়িঘর এবং গাজার একটি হাসপাতালের আশেপাশের এলাকা লক্ষ্যবস্তু বানানো হয়েছে।

গাজায় হামাসের বিরুদ্ধে তাদের সেনাদের ওপর হামলা এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে গত মঙ্গলবার থেকে বিমান হামলা শুরু করে ইসরাইল।