বাসস
  ২৯ অক্টোবর ২০২৫, ১৯:৪৭

গাজায় ইসরাইলকে ‘সংযম’ প্রদর্শনের আহ্বান জার্মানির

ছবি : সংগৃহীত

ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর গাজায় সবচেয়ে প্রাণঘাতী বোমা হামলার ঘটনায় জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল বুধবার ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন।

বার্লিন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গাজাবাসীর ভোগান্তি এড়াতে আমরা ইসরাইলকে সামরিক সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছি।’