বাসস
  ২৮ অক্টোবর ২০২৫, ২২:১৫

জাপানের সাবেক প্রধানমন্ত্রীকে হত্যার দায় স্বীকার করল বন্দুকধারী

ছবি : সংগৃহীত

ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে-কে হত্যায় অভিযুক্ত বন্দুকধারী আজ দোষ স্বীকার করেছেন। তিন বছর আগে প্রকাশ্য দিবালোকে এই হত্যাকাণ্ড বিশ্ববাসীকে হতবাক করে দিয়েছিল।

জাপানের নারা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বন্দুক হামলা কম ঘটনার দেশ জাপানে এই হত্যাকাণ্ডের ফলে বিচার শুরু হয় এবং এ নিয়ে তদন্তও শুরু হয়।

২০২২ সালের জুলাইয়ে শিনজো আবে-কে হত্যার কথা স্বীকার করে অভিযুক্ত তেতসুয়া ইয়ামাগামি পশ্চিমাঞ্চলীয় শহর নারার একটি আদালতে বলেছেন, সবকিছুই সত্যি।

৪৫ বছর বয়সী ওই ব্যক্তিকে কোমরে দড়ি বেঁধে হাতকড়া পরিয়ে আদালতে উপস্থিত করা হয়।

বিচারক নাম জানতে চাইলে ইয়ামাগামি অত্যন্ত ধীর গলায় উত্তর দেন। এসময় তিনি কালো টি-শার্ট পরেছিলেন এবং লম্বা চুল পেছনে বাঁধা ছিল।