শিরোনাম

ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : ১৯৯৮ সালের পর নগরীর সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার এক সপ্তাহেরও বেশি সময় পর মঙ্গলবার কর্তৃপক্ষ জানিয়েছে, হংকং বিমানবন্দরের রানওয়ে পুনরায় চালু হয়েছে।
হংকং থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
২০ অক্টোবর একটি বোয়িং কার্গো বিমান অবতরণের সময় বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে পড়ে, তারপর একটি নিরাপত্তা টহল গাড়িতে ধাক্কা খেয়ে সমুদ্রে পড়ে যায়।
হংকংয়ের প্রধান নির্বাহী জন লি মঙ্গলবার বলেন, সোমবার রাতে উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে এবং রানওয়ে পুনরায় চালু করা হয়েছে। তিনি আরো বলেন, বিমানবন্দর স্বাভাবিকভাবেই চলছে।
ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার ২৪-এর তথ্যে জানায়, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭ টা থেকে ২০টিরও বেশি ফ্লাইট রানওয়ে ব্যবহার করেছে।
গত সপ্তাহের ঘটনায় বিমানবন্দরের দুই নিরাপত্তা কর্মী নিহত হন। কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা ‘রানওয়ে এলাকার বাইরে’ নিরাপদ অবস্থানে ছিলেন।
লি বলেন, নগরীর বিমান দুর্ঘটনা তদন্ত কর্তৃপক্ষ এখন ক্রুদের যোগ্যতা, ফ্লাইট পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের রেকর্ড নিয়ে তদন্ত করছে।
শুক্রবার রাতে ব্ল্যাক বক্স ফ্লাইট রেকর্ডারগুলো উদ্ধার করা হয়েছে এবং এক মাসের মধ্যে প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে।
লি বলেন, ইস্তাম্বুল-সদর দপ্তর এসিটি এয়ারলাইন্সের বিমানের ক্রুরা দুর্ঘটনার পর থেকে হংকংয়ে রয়েছেন।
কর্মকর্তারা আগে বলেছিলেন যে মার্কিন ও তুর্কি বেসামরিক বিমান দুর্ঘটনা তদন্তকারী সংস্থাগুলোর পাশাপাশি বোয়িংয়ের বিশেষজ্ঞরাও তদন্তে অংশ নিচ্ছেন।
বিমানবন্দরের নতুন রানওয়েতে দুর্ঘটনাটি ঘটেছে, যা গত বছর সম্পন্ন ১৪২ বিলিয়ন হংকং ডলার ব্যয়ে সম্প্রসারণ প্রকল্পের অংশ।