বাসস
  ২৮ অক্টোবর ২০২৫, ১১:৪৬

জাপানের প্রধানমন্ত্রী ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করবেন

ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করবেন।

মঙ্গলবার  হোয়াইট হাউসের বরাত দিয়ে টোকিও থেকে বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানায়।

জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকে ট্রাম্প নোবেলের প্রতি ক্রমশ মনোযোগী হয়ে উঠেছেন এবং বিশ্বজুড়ে বেশ ক’টি সংঘাতের অবসান ঘটানোর দাবি করেছেন, তবে বিশেষজ্ঞরা এই ভূমিকাকে গুরুত্ব দিচ্ছেন না।