বাসস
  ২৮ অক্টোবর ২০২৫, ১১:০৬

দুর্লভ খনিজের সরবরাহ ‘নিরাপদ’ করার লক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানের চুক্তি স্বাক্ষর

ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৫ (এএফপি) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টোকিও সফরে মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপান মঙ্গলবার গুরুত্বপূর্ণ খনিজ ও বিরল খনিজ সরবরাহ 'নিরাপদ' করার লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

হোয়াইট হাউসের বরাত দিয়ে টোকিও থেকে বার্তাসংস্থা এএফপি খবর জানায়।

চীন বিরল মৃত্তিকার ওপর নিয়ন্ত্রণ কঠোর করার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ খনিজগুলোয় অ্যাক্সেস বাড়ানোর চেষ্টা করার সময় এই চুক্তি করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, চুক্তির উদ্দেশ্য হল ‘উভয় দেশকে গুরুত্বপূর্ণ খনিজ ও বিরল মৃত্তিকা সরবরাহ শৃঙ্খলের স্থিতিস্থাপকতা ও সুরক্ষা অর্জনে সহায়তা করা।’

এতে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপান ‘স্থায়ী চুম্বক, ব্যাটারি, অনুঘটক ও অপটিক্যাল উপকরণের মতো ডেরিভেটিভ পণ্যসহ গুরুত্বপূর্ণ খনিজ ও দুর্লভ মৃত্তিকার সরবরাহ শৃঙ্খলের ফাঁক পূরণের জন্য যৌথভাবে আগ্রহের প্রকল্পগুলো চিহ্নিত করবে।’

বিবৃতিতে আরো বলা হয়েছে যে, দুটি দেশ ‘সরকারি এবং বেসরকারি খাতের সহায়তা একত্রিত করার ইচ্ছা পোষণ করে।’

বেইজিং এই মাসে বিরল খনিজ শিল্পের ওপর ব্যাপক বিধিনিষেধ আরোপ করার ঘোষণা দেয়, যার ফলে ট্রাম্প প্রতিশোধ হিসেবে চীন থেকে আমদানির উপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেয়।

এর আগে এশিয়া সফরে ট্রাম্প ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেন, যা গুরুত্বপূর্ণ খনিজ পদার্থে মার্কিন প্রবেশাধিকার বৃদ্ধি করে।