বাসস
  ২৭ অক্টোবর ২০২৫, ২০:০৬

অষ্টম মেয়াদে ক্যামেরুনের প্রেসিডেন্ট হলেন পল বিয়া

ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৫ (বাসস): অষ্টম মেয়াদে ক্যামেরুনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন  পল বিয়া। তিনি  ৫৩ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছেন। আজ সোমবার দেশটির সাংবিধানিক পরিষদ আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করে।

ইয়াউন্দে থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সাংবিধানিক পরিষদ জানিয়েছে, তার নিকটতম প্রার্থী এবং সাবেক মন্ত্রী ইসা চিরোমা বাকারি ৩৫ দশমিক ২ শতাংশ ভোট পেয়েছেন।

চিরোমা গত ১২ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনের দুই দিন পরই বিজয়ের দাবি  করেছিলেন, যদিও আনুষ্ঠানিক  ফলাফলে  তিনি পরাজিত হয়েছেন। 

৯২ বছর বয়সি পল বিয়া আবারো বিজয়ী হলেন।