বাসস
  ২৭ অক্টোবর ২০২৫, ২০:০৫

তৃতীয় দিনে আফগানিস্তান-পাকিস্তান শান্তি আলোচনা, ‘সংলাপ ও বোঝাপড়ার’ আহ্বান কাবুলের

ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৫ (বাসস): স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিতে তৃতীয় দিনের মতো আলোচনায় বসেছে আফগানিস্তান ও পাকিস্তান। আলোচনার এ পর্বে কাবুল সংলাপ ও পারস্পরিক বোঝাপড়ার আহ্বান জানিয়েছে। এর আগে ইসলামাবাদ আলোচনা ব্যর্থ হলে ‘যুদ্ধ’ অনিবার্য হতে পারে বলে সতর্ক করেছিল। কাবুল থেকে এএফপি এ খবর জানায়।

দুই সপ্তাহ আগে কাবুলে একাধিক বিস্ফোরণের দায় পাকিস্তানের ওপর চাপিয়ে সীমান্তে অভিযান চালায় আফগান বাহিনী। এরপর উভয় দেশের মধ্যে তীব্র সংঘর্ষে বেসামরিকসহ দুই পক্ষেরই বহু হতাহতের ঘটনা ঘটে।

পাকিস্তান পাল্টা প্রতিক্রিয়ায় আফগান ভূখণ্ডে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বিমান হামলা চালায়, যা সহিংসতা বাড়িয়ে তোলে এবং ৪৮ ঘণ্টার স্বল্পস্থায়ী এক যুদ্ধবিরতির পর তা ভেঙে যায়।

পরবর্তীতে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় দোহায় নতুন এক যুদ্ধবিরতির সূচনা হয়, যদিও এর শর্তাবলি স্পষ্ট নয়।

শনিবার শুরু হওয়া ইস্তাম্বুলের আলোচনার লক্ষ্য হলো—এই নাজুক যুদ্ধবিরতি বজায় রাখার জন্য কার্যকর প্রক্রিয়া নির্ধারণ করা ও নতুন করে সংঘাত প্রতিরোধ করা।

আফগান তালেবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ সোমবার এএফপিকে বলেন, ‘আলোচনার দ্বিতীয় ধাপ চলছে; এখনই ফলাফল অনুমান করা যাবে না, বৈঠক শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংকটের একমাত্র সমাধান হলো সংলাপ ও পারস্পরিক বোঝাপড়া।’

রোববার পাকিস্তানি নিরাপত্তা সূত্র জানায়, আলোচনায় অগ্রগতি নির্ভর করছে আফগান তালেবানের ইতিবাচক মনোভাবের ওপর। তারা অভিযোগ করেছে, তালেবান প্রতিনিধিরা ‘জেদ ও অনীহা’ দেখাচ্ছে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ শনিবার সতর্ক করে বলেন, সমঝোতা না হলে তা ‘খোলামেলা যুদ্ধে’ রূপ নিতে পারে।

তিনি বলেন, ‘যদি কোনো চুক্তি না হয়, তাহলে আমরা তাদের সঙ্গে খোলাখুলি যুদ্ধে যাব।’

পাকিস্তান দাবি করছে, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)’র বিরুদ্ধে ‘যাচাইযোগ্য পদক্ষেপ’ নিতে হবে, যাদের তারা আফগান ভূখণ্ড থেকে হামলার অভিযোগ করছে।

কাবুল এসব অভিযোগ অস্বীকার করেছে এবং আফগানিস্তানের ভৌগোলিক অখণ্ডতা রক্ষার ওপর জোর দিয়েছে।

অন্যদিকে তালেবান প্রতিনিধিরা পাকিস্তানকে আফগান আকাশসীমা লঙ্ঘন বন্ধ ও বিরোধী গোষ্ঠীগুলোকে সহায়তা না করার অনুরোধ জানিয়েছে।

মালয়েশিয়ায় অনুষ্ঠিত আসিয়ান শীর্ষ সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি ‘খুব দ্রুত আফগানিস্তানুপাকিস্তান সংকটের সমাধান করতে পারবেন।’